প্রধান মেনু

পাঁচবিবিতে অটো-ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারি চালিত অটো-ভ্যানের ধাক্কায় মাসরুফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার শালাইপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সোমবার সকালে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু মাসরুফা পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, রবিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশ্বের রাস্তায় খেলতে ছিলো। এমন সময় বেড়াখাইগামী একটি ব্যাটারি চালিত অটো-ভ্যান শিশুটিকে ধাক্কা দিলে গুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন মারা যান।