পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও লো ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এম অহিদুজ্জামান ডিউকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক আপেল ফিরোজ, , সাংবাদিক ইউনিয়ানের সদস্য সচিব শিবলী সাদেক, সাংবাদিক সোহাগ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আকন ও বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু। ওই সময় বক্তারা, গ্রাহক হয়রানী, লো ভোল্টেজ, জরুরী গ্রাহক নম্বরের ফোন রিসিভ না করা, সরকার নির্ধারিত টাকার চাইতে নতুন ১টি মিটারের জন্য ৫হাজার টাকা আদায় সহ বিদ্যুত অফিসের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।
তারা আরও বলেন বর্তমান ডিজিএম একে আজাদ সরকারের উন্নয়নকে ম্লান করতে তিনি এই জনপদকে সীমাহীন দুর্ভোগে রেখেছেন। মানববন্ধনে স্থানীয় সুধি সহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার শতাধীক পল্লী বিদ্যুত গ্রাহকরা উপস্থিত ছিলেন।