প্রধান মেনু

পঞ্চগড়ে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। ২ নভেম্বর (শনিবার) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে পঞ্চগড় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য এ শোভাযাত্রা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীরসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন। পরে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়। এর আগে অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।