পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৮ আগস্ট (রোববার) সকালে পঞ্চগড় সদর উপজেলার এম আর সরকারি কলেজ রোড মরিয়ম নার্সারিতে ফুলের আটি বাঁধতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সে আটোয়ারী উপজেলার বলরামপুর কবিরাজ পাড়া এলাকার রমজান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ মরিয়ম
নার্সারিতে ফুলের আটি বাঁধার কাজ করে। আজও সে ফুল বাঁধার জন্য ফুল রাখার ঘরে যায়। ঘরে নেটের বেড়া থাকায় সে বেড়া আগে থেকে বিদ্যুতায়িত হয়ে ছিলো। তার হাত নেটের বেড়ায় লাগার সংগে সংগে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
« এমিরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক (পূর্বের খবর)
(পরের খবর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে সব ধরনের অফিস, চলবে গণপরিবহণ »