পঞ্চগড়ে এক জনের গলায় ফাঁস লাগা লাশ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি|ঃপঞ্চগড়ের বোদায় খলিল (বিষু) (৬০) নামের এক নৈশ্য প্রহরীর গলায় ফাঁস লাগা লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। সে আত্মহত্যা করেছে নাকি কেও মেওে লাশ লাশ ঝুলিয়ে রেখেছে এখন পর্যšত নিশ্চিৎ হতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে বোদা পৌর শহরের নগরকুমারী সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এশিয়ান হাইওয়ে মোড়ের নির্মানাধীন তিনতলা ভবনে। সে ঐ ভবনে নৈশ্য প্রহরীর কাজ করতো। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সে সঙ্গলবার রাতে ঐ ভবনের দায়িত্ত পালন করা অবস্থায় ভবনের এক কোনে ওয়ালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিন্তু তার আত্মহত্যার বিষয়টি রহস্যজনক বলে মনে করছে এলাকাবাসী। সকালে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। বোদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কওে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ এ.কে.এম নূরুল ইসলাম জানায়, বুধবার সকালে গলায় রশ্মি লাগানো এক ব্যক্তির লাশ উদ্ধার কওে ময়নাতদšেতর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদšেতর রিপোর্ট আসলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তার বাড়ি বোদা পৌরশহরের অমরদাশ গ্রামে। সে ঐ গ্রামের মৃত কছিরউদ্দীনের ছেলে। আটোয়ারীতে কে. এম. আর নামের এক ইট ভাটায় বে-আইনি ভাবে কাঠ পোড়ানোর অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আটোয়ারী উপজেলার লক্ষীদার এলাকার কে. এম. আর ইট ভাটায় কয়লার পরির্বতে কাঠ পোড়ানো হচেছ বে-আইনি ভাবে জানতে পেরে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা পুলিশ ফোর্স নিয়ে আকষ্মিকভাবে উপস্থিত হন ইট ভাটায়। ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর বিষয়টি নিজেই প্রত্যক্ষদর্শী হয়ে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভাটার মালিক না থাকায় ভাটার ম্যানেজার রাজেন্দ্র নাথের পুত্র প্রফুললকে ইট প্র¯ত্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ৬ ধারা ভঙ্গেও কারণে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।