প্রধান মেনু

পকেট মারের ধারালো ছুরিতে গুরতর আহত সাবেক প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন এ আজ, ২০ আগস্ট ২০২১ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি লোকাল ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার ঠিক পূর্ব মুহূর্তে ট্রেনে উটার সময় পকেট মারের ধারালো ছুরিতে গুরতর আহত হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ভাঙ্গুড়া পৌরসভার ০১ নং ওয়ার্ডের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার মৃতঃ হাজী জিন্দার হোসেনের পুত্র।

ও বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গুড়া পৌর-শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক, পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের পিতা আলহাজ্ব শেখ মোঃ আব্দুস সামাদ মাষ্টার (অবঃ প্রধান শিক্ষক) বয়স ৭৬ বছর। তাকে পর পর তিন বার ধারালো ছুরি দিয়ে কোমরের নিচে আঘাত করে পকেটে থাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে যায়।

পরবর্তীতে আবার আঘাত করলে বুঝতে পেয়ে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু এতটাই যাত্রী চাপ ছিলো যে ঘোরার মতো কোন অবস্থা ছিলো না ঔ শিক্ষকের। পরবর্তীতে ট্রেনের ভিতরে সিটে বসার আগে তার ছেলে শেখ সাখাওয়াত কে বিষয় টা বলতেই ঢুলে সিটের মধ্যে পরে যান। তারপর পানি খাইয়ে ও ক্ষত স্থান দেখার চেষ্টা করেন সাখাওয়াত।

পাঞ্জাবি সরাতেই রক্তমাখা পায়জামা দেখতে পেয়ে কেদে ফেলেন শেখ সাখাওয়াত হোসেন। ট্রেনে উপস্থিত সবার কাছে বাবার জন্য দোয়া ও সুস্ততা কামনা করেন ছেলে শেখ সাখাওয়াত হোসেন। শেখ সাখাওয়াত আরো বলেন, যে আমার বাবার শরীর থেকে রক্ত ঝরিয়েছে আল্লাহ যেন উপযুক্ত শাস্তি দেন।