প্রধান মেনু

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্থতি দিবস পালিত।

মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, দিনাজপুর:  উপজেলা প্রশাসন দুর্যেগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে “দূর্যোগ মোকাবেলায় প্রস্থতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রদিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে পালিত হল জাতীয় দুর্যোগ প্রস্থতি দিবস।
 দিবসটি উপলক্ষে রোববার বেলা ১২টায় বেসরকারী সংস্থা ল্যাম্বের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, সুধীজন, শিক্ষার্থী-শিক্ষক অংশ গ্রহন করে।
আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে এবং আগে থেকেই প্রস্থত থাকতে হবে তাহলেই ক্ষয়ক্ষতি কমে যাবে।