প্রধান মেনু

নীলফামারীতে চিরনিদ্রায় শায়িত হলেন সময় টিভির বার্তা সম্পাদক সাংবাদিক জাকারিয়া মুক্তা

শাহজাহান আলী মনন, নীলফামারী সংবাদদাতা ॥ জানাজা শেষে নীলফামারীতে চিরনিদ্রায় শায়িত হলেন সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা। ৯ জুন রবিবার বাদ জোহর নীলফামারীর ডাকবাংলো ঈদগাহ মাঠে সর্বশেষ নামাজে জানাজা শেষে ডাক বাংলো কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার জানাজা ও দাফন কার্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে তার মরদেহ তার মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে এসে পৌছায়। গত ৮ জুন শনিবার রাত আটটার দিকে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।