দেশের সব নদী খনন করে প্রবাহ নিশ্চিত করা হচ্ছে—-নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর), ২২ পৌষ (৬ জানুয়ারি) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, বাংলার মানুষ স্বাভাবিক আছে, ভালো আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ তৈরি করা। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। আওয়ামী লীগ ৭৩ বছরে একদিনের জন্যও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সব থেকে বড় আশীর্বাদ হলো-প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তাঁর মতো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি তাঁর যে ভালোবাসা সেটা অতুলনীয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সমন্বিতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। তাঁর মতো সমন্বিতভাবে কাজ কোনো সরকার আগে করেনি। একমাত্র শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার তা করেছে। এটার ধারাবাহিকতায় আমরা সামনে এগিয়ে যেতে চাই।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এবারে শীতের প্রবণতা বেশি হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো দু’মাস আগেই শীতপ্রবণ এলাকায় শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন। বিরল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে সাত হাজার কম্বল পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হয়েছে। আজ বিরল উপজেলা আওয়ামী লীগ নিজস্বভাবে কম্বল বিতরণ করছে। বিরল ও বোচাগঞ্জ উপজেলায় ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য সরকার সচেষ্ট রয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা নদীমাতৃক বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছি। দেশের সব নদী খনন করে প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। বর্ষার সময় যেন জলাবদ্ধতা তৈরি না হয়; সে লক্ষ্যে নদীগুলো খনন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে জয় করে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, ঠিক তখনই শুরু হলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যার ফলে সমগ্র পৃথিবী বিপদে চলে গেছে। ইউরোপের সরকারগুলোর খুবই খারাপ অবস্থা। টাকা দিয়েও তেল পাচ্ছে না। বাংলাদেশের মানুষ ভালো আছে। বাজারে গেলে টাকা দিয়ে জিনিস পাওয়া যায়। কেউ না খেয়ে নাই। ১লা জানুয়ারি বই উৎসব হয়েছে। কৃষকেরা ধানের দাম পেয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এবং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।