দেবীগঞ্জ উপজেলায় বিসিডিএস এর নতুন কমিটি গঠন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দেবীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মাহে আলম এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মিন্টু চৌধুরী নির্বাচিত হয়। কমিটির মোট সদস্য সংখ্যা ১৭ জন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা, বিসিডিএস এর সভাপতি মোঃ মোবাশ্বের আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম রুবেল, জেলা কমিটির সদস্য জনাব হায়াতুল নবী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সকল ওষুধ ব্যবসায়ীদের অবশ্যই ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স হালনাগাদ রাখতে হবে এবং সরকারের সকল নির্দেশনা মেনে চলতে হবে।”
দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে কমিটির অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
« একটি মানুষও আশ্রয়হীন থাকবে না —-বাণিজ্যমন্ত্রী (পূর্বের খবর)