দূর্নীতির দায়ে রায়পুরের গাজী কমপ্লেক্স মালিক কামাল গ্রেপ্তার

আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর বাজারের ১১ তলা ভবন গাজী কমপ্লেক্স মালিক গাজী কামাল গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সহকারী মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি দায়ের করার পরপরই তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছেন। প্রায় ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গাজী ফেব্রিক্স ও গাজী করপোরেশনের মালিক গাজী মাহমুদ কামালের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গাজী কামাল লক্ষ্মীপুরের রায়পুর বাজারের উপজলার চরপাতা গ্রামের বাসিন্দা । দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ৭ কোটি ৬৬ লাখ ২ হাজার ৮৮৯ টাকার সম্পদের তথ্য গোপন ও ১৭ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৬২ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। দুদক জানায়, মামলায় আসামির বিরুদ্ধে ৭ কোটি ৬৬ লাখ ২ হাজার ৮৮৯ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক।
২০১৪ সালের ২ নভেম্বর গাজী মাহমুদ কামাল দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৩ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৩১৬ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। অথচ দুদকে অনুসন্ধানে তার ৪১ কোটি ৫৫ লাখ ১১ হাজার ২০৫ টাকার সম্পদের তথ্য মিলেছে। অর্থাৎ তিনি মোট ৭ কোটি ৬৬ লাখ ২ হাজার ৮৮৯ টাকার তথ্য গোপন করেছেন। অন্যদিকে দুদকের অনুসন্ধানে আরো ১৭ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৬২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারী সম্পত্তি জবর দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাই অনুসন্ধান কর্মকর্তা দুদক আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় জ্ঞাত-আয় বহির্ভূত অর্জনের দায়ে মামলাটি রুজু করেন।