প্রধান মেনু

দিনাজপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে মামলা

মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুরঃ দিনাজপুর সদর উপজেলার পল্লীতে একজন প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় বৃহস্পতিবার (১৩ জুন) দিনগত রাতে ধর্ষিতা নারী নিজেই বাদী হয়ে একজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকালে প্রতিবন্ধী নারী গরুকে ঘাস খাওয়াতে মাঠে যান। কিছুক্ষন পর ঝড়-বৃষ্টি এলে তিনি পার্শ্ববর্তী একটি সেঁচপাম্পের ঘরে প্রবেশ করেন। এসময় দিনাজপুর সদর উপজেলার কালিকাপুর (সরকারপাড়া) এলাকার আজগার আলীর ছেলে মাজেদুল ইসলাম (২৭) সেঁচপাম্প ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। কিন্তু গরুসহ বাড়িতে ফিরে ওই নারী তার স্বামী ও এলাকাবাসীকে ঘটনাটি জানায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ওই নারী একটি এজাহার দিলে তা মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনার শিকার ওই নারীকে পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।