প্রধান মেনু

দিনাজপুরে পাঁচ উপজেলায় আগাম ঈদের জামাত

দিনাজপুর : দিনাজপুর জেলার পাঁচটি উপজেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।  মঙ্গলবার (৪ জুন) সকালে দিনাজপুর সদর, বিরামপুর, পার্বতীপুর, চিরিরবন্দর ও কাহারোল উপজেলায় ঈদের নামাজ আদায় করেন তারা।  সকালে সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্রিস্থ পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেয়। জামাতে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম।
অপরদিকে জেলার বিরামপুর উপজেলার আয়ড়া নুরুল হুদা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠ ও খয়ের বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন দেলোয়ার হোসেন কাজী। জামাতে দুই শতাধিক মুসল্লি একত্রে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ও রাবার ড্যাম এলাকা, কাহারোলের জয়নন্দ ও গড়েয়া বাজার এবং পার্বতীপুর উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম জানান, ঈদের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে। সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছিল।