প্রধান মেনু

তথ্য প্রদানে বিলম্ব করায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্ক করেছে তথ্য কমিশন

ঢাকা, ৮ মাঘ (২২ জানুয়ারি) : তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে বিলম্ব করায় দেশের বিভিন্ন স্থানে ৩টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও দু’জনকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।

আবেদনকারীর চাহিত সকল তথ্য প্রদানযোগ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদানে বিলম্ব করায় রংপুর মেডিকেল কলেজের পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। একইসাথে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। অপর একটি অভিযোগে ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালককে সতর্ক করেছে কমিশন। একইসাথে সতর্কের বিষয়টি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। অপর একটি অভিযোগে ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করায় চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজারকে সতর্ক করেছে কমিশন।

আজ তথ্য কমিশন বাংলাদেশ-এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য যে, তথ্য কমিশনে আজ ১০ টি অভিযোগের শুনানি করে ১০টি অভিযোগেরই নিষ্পত্তি করা হয়।