ঢাকা-১৪ আসনে আওয়ামীলীগের বিশাল পথযাত্রা ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদনঃ আজ ঢাকা-১৪ আসনে ৯ ও ১০ নং ওয়ার্ডে আওয়ামীলীগের নৌকা মার্কা মটর সাইকেল র্যালীর পথযাত্রা ও গণসংযোগ করিলেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট রাজনীতিবীদ,সমাজ সেবক,গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু ও মিডিয়া ব্যাক্তিত্ব এ.কে.এম মতিউর রহমান প্রকাশক ও সম্পাদক “দৈনিক বাংলাদেশ” ও জাতীয় গোয়েন্দা সংবাদ ,ডেইজি রহমান ,নির্বাহী সম্পাদক –”দৈনিক বাংলাদেশ”। উক্ত পথযাত্রা ও গণসংযোগে আওয়ামীলীগের তৃন মূলের ত্যাগী নেতারাসহ মহিলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,যুবমহিলালীগ,সেচ্ছা-সেবকলীগ এবং আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পথযাত্রা ও গণসংযোগ সুষ্টভাবে পালিত হয়।
« গাজীপুর মহানগর টঙ্গীর ৫০ নং ওয়ার্ডের নেতা কর্মীদের মত বিনিময় সভা (পূর্বের খবর)