প্রধান মেনু

টোকিও দূতাবাসে হেলেন কেলার নাটকের এককাভিনয় মঞ্চায়িত

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আজ মঞ্চস্থ হয়েছে বিখ্যাত ‘হেলেন কেলার’ নাটকের এককাভিনয়। নাটকটি পরিবেশন করে বাংলাদেশের নাট্যদল ‘স্বপ্নদল’। স্বপ্নদলের সদস্যদের দূতাবাসে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, উন্নতমানের মঞ্চ নাটক পরিবেশনে স্বপ্নদল ইতোমধ্যে সুনাম অর্জন করেছে, ফলশ্রুতিতে তাঁরা অংশগ্রহণ করেছে ‘ফেস্টিভেল টোকিও’র মতো বড় আয়োজনে।

এটি নিঃসন্দেহে বাংলাদেশের নাট্যশিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। রাবাব ফাতিমা আরো বলেন, ‘যুদ্ধ নয় শান্তি’ এই বার্তা নিয়ে স্বপ্নদলের অন্যতম নাটক ‘ত্রিংশ শতাব্দী’ বাংলাদেশসহ জাপানে প্রশংসা পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দিন দিন জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক আরো দৃঢ় হবে। অনুষ্ঠানে স্বপ্নদলের প্রতিষ্ঠাতা জাহিদ রিপনসহ দলে সদস্যগণ, উল্লেখযোগ্য সংখ্যক জাপানি, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। নাটক শেষে জাহিদ রিপন ‘হেলেন কেলার’ নাটক সম্পর্কে উপস্থিত সকলের কাছে বর্ণনা দেন এবং জাপানিদের জন্যও তা অনুবাদ করা হয় ।