টরন্টোতে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপিত

টরন্টো, ৮ মার্চ: কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে, গতকাল যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কনস্যুলেট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং এ সংক্রান্ত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাঙালি জাতির এ অবিস্মরনীয় দিনে বক্তাগণ ১৯৭১ সালের তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে প্রদত্ত ভাষণের ওপর আলোচনা করেন।
কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুত্রে গাঁথা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এক মহাকাব্য, বাঙালি জাতির মুক্তির মহামন্ত্র। তিনি বলেন, এ ভাষণ বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্য প্রেরণার চিরন্তন উৎস। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ তথা ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।