টঙ্গী বাজার আড়ৎ বহুমুখী সমবায় সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শাহজালাল দেওয়ান।। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী বাজার আড়ৎ বহুমুখী সমবায় সমিতির পরিচিতি সভা, অভিষেক অনুষ্ঠান ও
সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রবিবার টঙ্গী বাজার এলাকায় সংগঠনের সভাপতি আলহাজ¦ মোঃ আবু ছায়েদ মাদবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মিন্টু হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ গিয়াস উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ উসমান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সহ-সভাপতি আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, রাশেদা বেগম, যুবলীগ নেতা হাজী মোঃ শাহ আলম, আব্দুস সালাম বেপারী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম চঞ্চল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি মফিজ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুজ্জামান বাছির, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ উজ্জল সরকার, প্রচার সম্পাদক মোঃ হালিম শেখ, দপ্তর সম্পাদক মোঃ উজ্জল ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ মেজবাহ্ধসঢ়; উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ বাদশা মিয়া ও মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ব্যবসায়িরা বলেন, অতীতে বিএনপি জামাত সরকার থাকা অবস্থায় টঙ্গী বাজারের অনেক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় প্রাণ দিতে হয়েছে। কিন্তু আওয়ামীলীগ সরকারের আমলে আমরা নিবিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছি।
কিন্তু কাউকে কোন চাঁদা দিতে হয়নি। তাই শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হলে গাজীপুর-২ আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপিকে চতুর্থ বারের মতো নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বিজয়ী করতে হবে। তাহলে আমরা নিবিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারবো। অভিষেক অনুষ্ঠানে আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী শারমিন দিপু,মুকুল,এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন।