ঝিনাইদহ জেলায় করোনা প্রতিরোধ ও পর্যালোচনা সভা

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি,০৭মে ২০২০ঃ আজ বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা প্রশাসক এর সম্মেলনে কক্ষে জেলায় করোনা প্রতিরোধ ও দুস্থ মানুষের মাঝে ত্রান-সাহায্য সুষ্ঠ বন্টন উপলক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সভায়- সভাপতিত্ব করেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম।সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
করোনা প্রতিরোধ ও পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম , লে,কর্নেল নাসির আহমেদ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু , উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ , জেলা তথ্য অফিসার, ডিডি সমাজসেবা, ডিডি পরিবার পরিকল্পনা, ডিডি ইসলামিক ফাউন্ডেশন, ডিডি মহিলা বিষয়ক অধিদপ্তর, আনসার কমান্ডেন্টসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।