প্রধান মেনু

ঝিনাইদহে ১১০ পিচ লাল রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ০৭জুলাই ২০১৮ঃ ঝিনাইদহের সদর উপজেলার ধোপাঘাটা এলাকা থেকে লাল ইয়াবাসহ শামসুন্নাহার আশা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।শুক্রবার বিকালে সদর থানার গোবিন্দরপুর ধোপাঘাটা এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়াকে তার রুম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ঝিগরগাছা উপজেলার হাবিবুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃতে র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার গোবিন্দরপুর ধোপাঘাটা এলাকার মোঃ আনোয়ার হোসেন এর দোতলা বাড়ির নিচ তলার ভাড়াটিয়ার কক্ষ হতে ০১ জন নারী মাদক ব্যবসায়ী শামসুন্নাহার আশাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১১০ পিচ লাল রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় একটি মামলা হয়েছে।