প্রধান মেনু

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক ও অভিভাবক সমাবেশ

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি : মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা,মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে ডাঃ কে.আহমেদ কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল-হোসেন ।

,ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ- পরিচালক মেহেররুন নেছা,সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ আক্তারুজ্জামান।সমাবেশে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন স্কুলের অভিভাবকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দ। এসময় জেলার ৬ টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবরা উপস্থিত ছিলেন। বক্তারা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।