জুলাই মাসে ৫৬২টি মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গত জুলাই মাসে সারাদেশে ৫৬২টি মাদকবিরোধী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারগুলোর তথ্য নিম্নরূপ : ঢাকা বিভাগে নরসিংদী জেলায় মাদকবিরোধী সভা ৩৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ১০৪টি ও ১টি স্থানে মাদকবিরোধী ফিলার প্রচার; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১১টি ও ৭টি স্থানে মাদকবিরোধী ফিলার প্রচার; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৪২টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৭৮টি, ৪টি স্থানে মাদকবিরোধী ফিলার প্রচার; রাজশাহীতে মাদকবিরোধী সভা ৪৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩১টি, মাদকবিরোধী ফিলার প্রচার ২৭টি স্থানে; রংপুরে মাদকবিরোধী সভা ২৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচার ৭টি স্থানে; খুলনায় মাদকবিরোধী সভা ৫৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৩টি, ২টি স্থানে মাদকবিরোধী ফিলার প্রচার; বরিশালে মাদকবিরোধী সভা ২০টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২২টি, ৩৫টি স্থানে মাদকবিরোধী ফিলার প্রচার এবং সিলেটে মাদকবিরোধী সভা ২৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৫টি, মাদকবিরোধী ফিলার প্রচার ৪টি স্থানে।
জুলাই মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ২৪২টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ৩শ’ ২০টি, ফিলার প্রচার হয়েছে ৮৭টি। অভিযানকালে আইস, এলএসডি, ইয়াবা ট্যাবলেট, হেরোইন, গাঁজা, গাঁজা গাছ, বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল, এসকফ (কোডিন মিশ্রণ) সিরাপ, ইনজেকটিং ড্রাগ, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, চোলাই মদ, জাওয়া, ড্যান্ডি (নেশাজাতীয় গাম), টলুইন, পাসপোর্ট, বিভিন্ন যানবাহন, মোবাইল সেট, নগদ অর্থ ও গুলি জব্দ করা হয়।