ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগান নিয়ে ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুরে কোতয়ালী থানার উদ্যোগে কোতয়ালী থানা থেকে ২৬ অক্টোবর শনিবার র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, কমিউনিটি পুলিশের জেলা আহবাহক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব নূর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশ জনগণের সংগঠন। মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে এ সংগঠনের নেতা ও কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এদিকে একই সাথে জেলার ৮টি থানাতে এক যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে। এসব অনুষ্ঠানে উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের কর্মকর্তা ও সদস্যরা যোগদেন।
« হাতীবান্ধায় ধান ক্ষেতের সঙ্গে শত্রুতা (পূর্বের খবর)
(পরের খবর) নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত »