প্রধান মেনু

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণ করা হবে – পরিবেশ মন্ত্রী

নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণের কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৬ জানুয়ারি তিনি প্রথম তাঁর নিজ নির্বাচনি এলাকা মৌলভীবাজারের বড়লেখায় সফর করেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে বড়লেখা পৌর শহরের আহমদ ম্যানশনের মাঠে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান। তাই তাঁর প্রথমকাজ হবে এ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করা।

এজন্য তিনি সকলের সহযোগিতা চান। মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমাদের দেশে প্রতিবছর বন্যা, খরা, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস হয়। তার পেছনের কারণ হচ্ছে আমরা বন উজাড় করে দিয়েছি। খাল-বিল ভরাট করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও এগুলো অবৈধ দখল করা হয়েছে। যার ফলে পরিবেশের বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয়ের হাত থেকে দেশের মানুষ, ফসল, জানমাল রক্ষা করতে হলে এই মন্ত্রণালয়কে সঠিকভাবে কাজ করতে হবে। দেশের পাহাড়সমূহ রক্ষা করতে হবে।

বাংলাদেশের যত পাহাড় আছে সেগুলোতে যাতে বৃক্ষ নিধন না হয়, গাছ চুরি যাতে বন্ধ হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বড়লেখার পাথারিয়া পাহাড় ও হাকালুকি হাওরকে ইকো- ট্যুরিজমের আওতায় নিয়ে এসে মানুষের কাছে দৃষ্টিনন্দন হিসেবে তুলে ধরার ঘোষণা দেন পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, এগুলোকে পর্যটন অঞ্চল হিসেবে বিশ্বের মানুষের কাছে তুলে ধরা হবে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।