জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ): বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আজ ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
পুষ্পস্তবক অর্পণের পর প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু এবং ১৫ই আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
« নতুন উচ্চফলনশীল জাতের আলু চাষের আহ্বান কৃষিমন্ত্রীর (পূর্বের খবর)