জনগণের কথা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর) : জনগণের সমস্যা, আশা-আকাঙ্ক্ষার কথা গণমাধ্যমে আরো বড় পরিসরে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। প্রতিমন্ত্রী আজ ঢাকার মিরপুরে মোহনা টেলিভিশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন মাদক, ইয়াবা, জঙ্গিবাদ বিষয়ে গণমাধ্যম কর্মীদের আরো সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। উন্নয়নের সুবিধা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকে আরো শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিউল আলম সুজন ও ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার।