জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক প্রতিরোধে বিশেষ আইন- শৃঙ্খলা সভা
মোঃ মাসুদ আলম, গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক প্রতিরোধে বিশেষ আইন -শৃঙ্খলা সভার কার্যক্রম পবিত্র কোরআন তেলায়ত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব এস.এম.আব্দুল কাদের, জেলা প্রশাসক, রাজশাহী বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব,মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী জনাব, মোঃ আব্দুর রাজ্জাক খান, সার্কেল এস.পি, গোদাগাড়ী উপজেলা এছাড়াও আরও উপস্হিত ছিলেন জনাব, ইসহাক, উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম পৌর মেয়র জনাব, মুনিরুল ইসলাম বাবু জনাব, মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ জনাব, মোঃ রবিউল আলম, সধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ জনাব, মোঃ কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা।
নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মসজিদের ইমাম, খতিব বিজিবির সদস্যবৃন্দু সাংবাদিক বৃন্দু । প্রধান অতিথি জনাব এস, এম আব্দুল কাদের তার বক্তবে বলেন জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের ব্যাপারে সামন্য পরিমান ছাড় দেওয়া যাবে না। আপনদের সকলকে এ ব্যপারে সবাইকে সচেতন হতে হবে। যদি কোথাও জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ব্যাপারে কোনো তথ্য থাকে তাহলে সাথে সাথে আমাদের অবহিত করবেন আমরা তার বিরুদ্ধে এ্যকশন নিব। অবশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে সকলের সুসাস্থ কামনা করে তার আলোচনা শেষ করেন।