চুয়াডাঙ্গার বড় বলদিয়া গ্রামে কান্নার রোল : নিহত ১৩ জনের দাফন সম্পন্ন : জানাযার নামাজে জনতার ঢল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ দাড়িয়েছে। আহতের সংখ্যা বেশ কিছু জন। আজ সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর বটতলা নামক স্থানে ট্রাক-নসিমনের মুখোমুখি এই দূঘটনা ঘটলে ঘটনাস্থলেই মারা যান ১০ জন । আহত হন বেশ কয়েক জন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে ২ জনের অবস্থা আশঙ্খাজনক হলে রাজশাহী নেওয়ার পথে মারা যায়। এছাড়াও আরো ১জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্মরনকালের ভয়াবহ ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত একই গ্রামের ১৩ জনের জানাযা বিকাল ৫টায় বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হয়েছে। দূঘটনায় নিহত ১৩ জনের পরিবারে চলছে শোকের মাতন।স্থানীয় গোরস্থানে একই সাথে ১৩টি কবরে পরে তাদের দাফন কাজ সম্পন্ন হয়। জানাযা আর দাফনের সময় স্বজন ও জনতার উচ্চস্বরের কান্নায় ভারি হয়ে উঠে এলাকার বাতাস। এর আগে নিহত ১৩টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ হাজার করে টাকা অনুদানের জেলা প্রসাশক দিবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। এদিকে বড়বলদিয়া গ্রামের অনেকে বলেন, অতীতে এমন ভয়াবহ দূর্ঘটনা আর ঘটেনি।
(সেলিম রেজা, চুয়াডাঙ্গা)