প্রধান মেনু

চিলমারী মনোনয়ন পত্র জমা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানের মধ্য দিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। আর সেই সাথে টানা ৫ম বারের মতো শওকত আলী সরকার বীর বিক্রমের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী। তিনি এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা মার্কা নিয়ে লড়বেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ জোবাইদুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ জেলিনা বেগম। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুছ সরকার এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, যুবলীগের নুরুজ্জামান আজাদ জামান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ মর্জিনা খাতুন জেলি,মহিলা আওয়ামী লীগ নেত্রি আসমা বেগম ও যুব মহিলা লীগের আঞ্জুমান আরা। এদিকে শওকত আলী সরকার বীর বিক্রমকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়াসহ টানা ৫ম বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। শওকত আলী সরকার ১৯৪৮ সালের ২০ শে মে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী মৌজা এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে কুড়িগ্রাম কলেজ থেকে বি-কম পাশ করেন।

১৯৭১ সালে তিনি ১১নং সেক্টরের অধীনে বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেন। যুদ্ধে তা বিশেষ অবদান ও গুলিবৃদ্ধ হওয়ায় সম্মান স্বরুপ বাংলাদেশ সরকার শওকত আলী সরকারকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করা হয়। তিনি নিজের জীবনের ঐশ্বর্য্য ও প্রাচুর্য্যরে কথা ভুলে গিয়ে নিজেকে জনসেবায় আত্ম নিয়োগ করেন। ১৯৭৩ সাল থেকে ১৯৮৪ ইং সাল পর্যন্ত উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৫ইং সাল থেকে টানা ৪ বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন এবং জনসেবায় নিয়োজিত থাকেন। তিনি প্রায় একত্রিশ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামীলীগের চিলমারী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। শওকত আলী সরকার বীর বিক্রম বলেন, আমি এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার সাথে সাথে এলাকা থেকে মাদক, সন্ত্রাস, দূর্নীতি দুরকরাসহ এলাকার উন্নয়নে কাজ
করে যাব।