প্রধান মেনু

গাজীপুর চৌরাস্তা থেকে অস্ত্র সহ ৫ ভূয়া ডিবিকে গ্রেফতার করেছে র‌্যাব-২

হাসিব রহমানঃ অপহরণ, ছিনতাই বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অপরাধ। অপরাধী চক্র অপহরণ, ছিনতাই করার জন্য তাদের কৌশলেও পরিবর্তন আনছে। অপহরণকারী চক্র তাদের অবৈধ দেশী-বিদেশী অস্ত্র ও গাড়ী ব্যবহার ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোষাক সরঞ্জামাদি ও পরিচয় ব্যবহার করে বড় ধরনের ছিনতাই করছে, এমনকি অপহরণ করে মুক্তিপন আদায় করছে। তেমনি গাজীপুর চৌরাস্তা থেকে অস্ত্র সহ ৫ ভূয়া ডিবিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। র‌্যাব-২এর এই অভিযান চলে ২৮ ডিসেম্বর ২০১৭ আনুমানিক দুপুর ১:৩০দিকে।

র‌্যাব-২ সুত্রে জানা যায়, র‌্যাব-২ এর একটি দল মাঠ পর্যায়ে কাজ শুরু করলে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন চৌরাস্তা এলাকা থেকে ভূয়া ডিবি পরিচয়ধারী সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় ৫জন সদস্যকে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাঁজা গুলি, ৩ টি ডিবি ব্যবহৃত জ্যাকেট, ১ টি ওয়ারলেস (ওয়াকিটকি) সেট এবং ১ টি গাড়ীসহ গ্রেফতার করে র‌্যাব-২। প্রাথমীক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ও ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় ভূয়া ডিবি পরিচয় দিয়ে রাস্তায় গাড়ী থামিয়ে অপহরণ, ছিনতাই এমনকি অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছে।

অপহরণকারী চক্রটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যক্তি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী ও বড় দোকানের মালিক ইত্যাদি ব্যক্তি সমূহকে টার্গেট করে তাদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সংগে থাকা গাড়ী চেক করার জন্য থামায়। ধৃত ব্যক্তিদের বিরদ্ধে অভিযোগ আছে অথবা গাড়ীতে অবৈধ মালামাল রয়েছে ইত্যাদি বলে, সংঘবদ্ধ এই চক্রটি দ্রুত তাদেরকে গাড়ীতে উঠিয়ে নেয়। পরবর্তীতে চক্রটি ভিকটিমদের গাড়ী, টাকা-পয়সা প্রভৃতি কেড়ে নিয়ে নির্জন স্থানে গাড়ী থেকে ফেলে দেয়। ক্ষেত্র বিশেষে ভিকটিমদেরকে মারধর করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাইয়ের কাজ চলছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। যাদের কে গ্রেফতার করা হয়েছে: মোঃ আলাউদ্দিন আলী (৩৫), পিতা- মৃতঃ আছের আলী, সাং- জনজলি পাড়া (ঝনঝনিপাড়া), থানা-সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ বর্তমানে আউট পাড়া, গাজীপুর চৌরাস্তা, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর, মোঃ নয়ন মোল্লা (২৮), পিতা- আতাহার মোল্লা আজাহার, সাং-বাজনা কদমতলা, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী বর্তমানে ভাই ভাই কাঁচঘর, নতুন কোর্টের পিছনে সোহেল গার্মেন্টসের সামনে, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, মোঃ খোকন ঢালী (৩০), পিতা- ইউসুফ ঢালী, সাং- ভাংগা, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী বর্তমানে জুরাইন, থানা-কদমতলী, জেলা- ঢাকা, মোঃ আলতাফ হোসেন (৩৮), পিতা-মৃত হাজী ইউসুফ আলী, সাং- ব্রজবালা খলিফাপাড়া, থানা- শাহাজাদপুর, জেলা- সিরাজগঞ্জ বর্তমানে আমবাগ ছগির মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর। মোঃ কাউছার মন্ডল (২৫), পিতা- মৃত ছইমউদ্দিন মন্ডল, সাং- চকপাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়া বর্তমানে কোনাবাড়ী বাসষ্ট্যান্ড এর পিছনে এরশাদ হাউজিং সোসাইটি, মনির হোসেন এর ভাড়াটিয়া, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর।