প্রধান মেনু

গাংনী ইউএনওর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

গাংনী(মেহেরপুর)সংবাদদাতাঃ গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ। মঙ্গলবার দুপুরে পিআইও অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইউএনওর বিরুদ্ধে ঐদ্ধ্যত্বপূর্ণ আচরণের অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। লিখিত বক্তব্য বলা হয়, ইউএনও দিলারা রহমান যোগদানের পর থেকে বিভিন্ন মাধ্যমে ইউপি চেয়ারম্যাণগণকে দূর্ণীতিবাজ আখ্যায়িত করেন ও বিভিন্ন অফিসের কর্মরতদের সঙ্গে অশোভন আচরণ করেন। এতে নানা ক্ষোভের সঞ্চার হয়।

ইউএনও দিলারা রহমান অত্র উপজেলায় কর্মরত থাকাকালীণ সমস্ত কর্মকান্ড সম্মেলনে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ দিকে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, কারো সাথে অশোভন আচরণ করা হয়নি। তিনি নিয়মানুযায়ি সকল কাজ সম্পন্ন করছেন এবং যে কাজটি করণীয় সেটাই করছেন। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে সকল প্রাথমিক বিদ্যালয়ে সঠিক মনিটরিংয়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে এবং শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা ছাড়াও অসহায় ও দরীদ্রদের জন্য নানা কর্মসূচী গ্রহণ করেছেন।