প্রধান মেনু

গাংনীতে জলাবদ্ধতা ১২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত

মজনুর রহমান আকাশ, গাংনীঃ টানা বৃষ্টি আর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিভিন্ন মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে।এতে চলতি মৌসুমে অন্তত ১২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ ব্যহত হবার আশঙ্কা করছে কৃষি বিভাগ।অপরিকল্পিতভাবে পুকুর খনন আর খারের পানি প্রবাহের মুখে পলি জমে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে।তবে উপজেলা প্রশাসন বলছে,খালের পানি প্রবাহ চলমান রাখতে তারা অভিযান অব্যাহত রেখেছেন।গাংনী উপজেলা কৃষি অফিসের হিসেব মতে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৩ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় এক হাজার হেক্টর বেশি।আর উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৬০ হাজার মেট্রিক টন।

স্বর্ণা, ব্রি-৭১,৭২,৭৫,৮০ ও ৮৭,বিনা ১১ ও ১৭ জাতের ধান রোপণ করা হবে।এ ছাড়াও সাত হেক্টর জমিতে পরীক্ষামূলক হাইব্রীড অ্যারাইজ গোল্ড জাতের ধান চাষ করা হচ্ছে।প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে সাত টন।সরেজমিনে গাংনীর ষোলটাকা, মুন্দাইল , নোনার বিল, চাতরের বিল, শেখগাড়িসহ বেশ কয়েকটি বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।বিভিন্ন ধরণের সবজি, মরিচ পানিতে তলিয়ে গেছে।অনেকেই ধান রোপণ করেছিলেন কিন্তু প্রবল বর্ষণের সেই ধান নষ্ট হয়ে গেছে।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ধান রোপণ করতে পারবেন চাষিরা।অপরিকল্পিতভাবে পুকুর খনন ছাড়াও খালের মুখে পলি জমে পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় জলজট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।উপজেলার ধান চাষি আবু তৈয়ব জানান, মুন্দাইল বিলে ৫ বিঘা জমিতে ধান চাষের প্রস্তুতি নিয়েছিলেন তিনি।কিন্তু জমিতে পানি জমে থাকায় এবার ধান চাষের কোন সম্ভাবনা নেই।যুগির গোফা গ্রামের অ্যালবার্ট ও আল আমিন খারর মুখে পুকুর খনন করায় পানি বের হতে পারে না।অন্যদিক দিয়েও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।

রুয়েরকান্দি গ্রামের হযরত আলী জানান,গ্রামের পাশ দিয়ে খাল খনন করে হাটুভাঙ্গা মাথাভাঙ্গা নদীতে পানি প্রবাহিত হয়।কিন্তু খালের মুখে পলি জমেছে।অন্যদিকে খাল খননও করা হয়নি। ফলে বিল থেকে পানি বের হতে পারে না।রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু জানান, মুন্দাইল ও চাতরের বিলে যে পরিমান পানি জমেছে তা নিষ্কাশন না করা হলে কোন ধান চাষ হবে না।বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা হয়নি।ধান আবাদ করতে না পারলে চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনি দেখা দিতে পারে খাদ্য ঘাটতি।

গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ জানান, চলতি মৌসুমে চাষিদেরকে রোরো আবাদের প্রতি আগ্রহী করে তোলা হয়েছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকার বাঁধ অপসারণ করা হয়েছে।জলাবদ্ধতা হয়তো বেশি দিন থাকবে না।আগামী ১৫/২০ দিন পরেও যদি ধান রোপন করা হয় তাতে কোন সমস্যা হবে না।গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ জানান, জলাবদ্ধতা এলাকাতে পরিদর্শন করা হয়েছে।বেশ কয়েকটি স্থানে বাঁধ অপসারণ করা হয়েছে।অভিযান চলছে এবং জলাবদ্ধতা দুর করণে ব্যবস্থা নেয়া হবে।