গভীররাতে ছিন্নমূল প্রতিবন্ধী হতদরিদ্র নিম্নআয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি,৬এপ্রিল ২০২০ঃ নোভেল করোনাভাইরাস সংক্রামণরোধ ঘোষিত ‘‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’’ এর কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষ। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। এই মৃত্যুর ঘটনায় জনমনে ছড়িয়েছে আতঙ্ক।
সারাদেশে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম নিষেধ করা হয়েছে।করোনা ভাই’রাসের কারণে স্থবির হয়ে পড়েছে ঝিনাইদহ জেলার জনজীবন।গত ১২দিন ধরে ঝিনাইদহ জেলা জুড়ে রাস্তাঘাটে যানবাহন, অটোরিক্সা, রিক্সা, ভ্যান ও মোটাসাইকেল চলাচল অনেকটা কমে গেছে। রাস্তাঘাটে অটোরিক্সা ও ভ্যান তেমন চোখে পড়ছেনা। আত’ঙ্কে নিম্নে আয়ের খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছেন। আয় রোজগারের কোন পথ না থাকায় পেটের দায়ে তারা ঘরে থাকতেও পারছেন না।ঠিক তখনি কোটচাঁদপুরের অসহায় ছিন্নমূল প্রতিবন্ধী হতদরিদ্র নারীপুরুষের করোনা পরিস্থিতি মোকাবেলায় রবিবার রাতের বেলা নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি প্যাকেট ভর্তি খাবার নিয়ে হাজির হচ্ছেন ঝিনাইদহের উুহধসরপ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম ।
পুলিশ সুপার কোটচাদপুর উপজেলার বিভিন্ন গ্রামে-গ্রামে চাল ডাল তেল লবন সাবান হ্যান্ডসেনিটাইজার মাস্ক নিয়ে নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির হন পুলিশ বিভাগের আইকন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম । সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত তিনি নিজে প্যাকেট ভর্তি খাবার তুলে দেন নিম্নআয়ের মানুষের হাতে। তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন । পুলিশ সুপারের এই মহতী ভুমিকায় অভিভূত গ্রামের মানুষ । অনেক চোঁখের পানি ঝরিয়ে দোয়া করেন পুলিশ সুপারের জন্য ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,সহ কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা আসার পর থেকেই মাঠে নেমেছে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম । রাত দিন তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ময়দানে । খাবার বিতরণ করে চলেছেন জেলার ৬টি উপজেলার গ্রামে গ্রামে নিম্নআয়ের মানুষের মাঝে । মানুষকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন । সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য আহ্বান জানাচ্ছেন।