প্রধান মেনু

গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীসহ আটক ২

শফিউর রহমান সেলিম, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে সুলতান মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার আটকদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানার এসআই প্রভাষ চন্দ্র দাস গত মঙ্গলবার সন্ধ্যায়  উপজেলার নামা লংগাইর গ্রামের নবী হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে হাওয়া খালী ব্রিজের ওপর থেকে আটক করে। এ সময় সুলতান মিয়ার দেহ তল্লাশি করে ২০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, পুলিশ পারিবারিক মারামারি মামলার এজাহার নামীয় আসামি ছোট বারইহাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ মোস্তফাকে (৪০) বাড়ি থেকে আটক করে। আজ বুধবার সকালে দুজনকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘সুলতানকে মাদক মামলায় আর মোস্তফাকে মারামারি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।