গাজীপুর সিটির ৫৬ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ
মোঃ শাহজালাল দেওয়ান ,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি|| টঙ্গীতে সাড়ে ৩ লক্ষ ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ প্রথম আনুষ্ঠানিকভাবে গত ৮ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে শুরু হয়েছিল। একাদশ জাতীয় সংসদ সির্বাচনের বিরতির পর গতকাল শনিবার আবার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ৫৬নং ওয়ার্ডের সমাজ কল্যান মাঠে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে গতকাল শনিবার যাত্রা শুরু করা হয়, ৮ই ফেব্র“য়ারী পর্যন্ত এর কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, টঙ্গী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন ডাটা অপারেটর নাইম হোসেন,খোরশেদ আলম,ফয়সাল আহম্মেদ,রিফাত হোসেন,মহিলা আওয়ামলীগ নেত্রী শিরিন শহীদ,ময়না বেগম,মারুফ হোসেন ,নুরুজ্জামান শেখ প্রমুখ। টঙ্গীর ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছে। ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।
স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে, পুরুষ-মহিলারা কার্ড নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পর কার্ড বিতরণ শুরু হলে বিভিন্ন ধাপ পেরিয়ে কার্ড পাওয়া মানুষজন কার্ড হাতে পেয়ে আনন্দে উল্লাস করতে দেখা গেছে। নির্বাচন কর্মকর্তা মাসুদুল হকের অনুপস্থিতিতে তার সহকারী নির্বাচন ডাটা অপারেটর নাইম হোসেন জানান, টঙ্গী এলাকার ১৫টি ওয়ার্ডের সবাই পর্যায়ক্রমে ৫ মাস ব্যাপী স্মার্ট কার্ড হাতে পাবে। তিনি নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে উপস্থিত থেকে টঙ্গী এলাকার ভোটারদের স্মার্ট কার্ড সংগ্রহের আহ্বান জানান।
স্মার্ট আইডি কার্ড সংগ্রহের জন্য প্রত্যেক ব্যক্তির কাছে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং লেমিনেটেড কার্ড জমা দিতে হবে। কেন্দ্রে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে। যার কার্ড, তিনি ছাড়া অন্য কেউ গেলে হবে না। প্রত্যেক নির্বাচনী এলাকা ওয়ার্ডের জন্য ভিন্ন ভিন্ন তারিখে স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে। নির্ধারিত দিন ও সময়ে কেন্দ্রে জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়।
এছাড়াও যেসব ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু নিবন্ধন স্লিপ আছে, তাদের মূল নিবন্ধন স্লিপসহ স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৮ আগস্ট সারা দেশে এর বিতরণ কার্যক্রম উদ্বোধন করে ইসি। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।