প্রধান মেনু

খোকসায় দারিদ্র্য বিমচন আত্মকর্মসংস্থানের লক্ষ্যে (সেইপ) প্রকল্পের  অবহিতকরণ আলোচনা সভা  

শেখ মোঃ আকরাম হোসেন নিজস্ব প্রতিনিধি (কুষ্টিয়ার, খোকসা): কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ও জয়ন্তীহাজরা ইউনিয়নে স্কিলস ফর এমপ্লায়মেন্ট  ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইফ) দারিদ্র্য বিমচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্ধ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রেপ্রাম (সেইফ) বাস্তবায়ন করেছে। ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এপ্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশ পাঁচ লক্ষ দুই হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।সম্পুর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে ৭০ শতাংশের চাকরির সুযোগ রাখা হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ কার্যক্রমে কমপক্ষে ৩০ সাতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে সুবিধাবনাচিত মানুষ যেমন: ক্ষুদ্র নৃ – গোষ্ঠী,চর ও হাওরসহ দু্র্গম এলাকার অধিবাসী, বিলুপ্ত ছিট মহলের বাসিন্দা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কমপক্ষে এক লক্ষ জনকে অগ্রধিকার ভিক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহতায় করা হচ্ছে । প্রশিক্ষণ চলাকালে এসব জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার পাশাপাশী বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ  গ্রহণ করুণ বেকারত্ব দুরকরুন।
কুষ্টিয়ার খোকসা উপজেলার   বেতবাড়ীয়া ও জয়ন্তীহাজরা ইউনিয়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে স্কিল ফর  এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এ সি আই পি এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক প্রচার অভিযান অবহিত করণ কর্মশালায় অংশ হিসাবে কুষ্টিয়া খোকসা উপজেলার বেতবাড়ীয়া জয়ন্তীহাজরাসহ বিভিন্ন ইউনিয়নে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ সদস্য রহমত আলী জোয়াদ্দারের সভাপতিত্বে উক্ত অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
   বেতবাড়ীয়া ইউনিয়নের অবহিত করন সভায় সভাপতিত্ব করেন, মোঃ আব্দুল জলিল মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতবাড়ীয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খোকসা থানা সভাপতি মোঃ বাবুল আক্তার।
 ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউনিয়নের প্রায় দুই শতাধিক যুব পুরুষ এবং যুব মহিলারা অংশগ্রহণ করেন। ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বেকার যুবসমাজকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে পুনর্বাসন করার লক্ষ্যেই এই প্রকল্পের মূল কাজ। বর্তমান সরকারের গ্রামকে কিভাবে শহরে রূপান্তরিত হবে, তারই অংশ হিসেবে অর্থ বিভাগের সহোযগিতায় বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে (এসইআইপি) প্রকল্পের পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ইউপি সচিব ইউপি সদস্য ও ইলেক্ট্রনিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।