কুষ্টিয়ার মিরপুরের গোড়াদহে আগুনে দগ্ধ হয়ে গরু ছাগল ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শেখ,মোঃ আকরাম হোসেন, প্রতিনিধি কুষ্টিয়া|| কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার কামারডাঙ্গা গ্রামের আজিজুল হক এর বাড়িতে গতকাল সোমবার গভীর রাতে রান্না করা চুলার উপর শুকাতে দেওয়া ঘুটের আগুন লেগে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আজিজুল হক একজন প্রান্তিক কৃষক। এ আগুনে প্রথমে পাট কাঠির বেড়া যুক্ত রান্না ঘর-পাশে অবস্থিত গোয়াল ঘরে ভয়াবহ আগুনে একটা গর্ভবতী সহ দুইটা গাভী এবং দুইটা গর্ভবতী ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। ছোট একটি বাছুর মারাত্মক ভাবে দগ্ধ হয়ে কোন রকম বে্ঁচে আছে। বাড়ির লোকজন বুঝতে পারেনি।
এ সময় গ্রাম বাসীরা টের পেয়ে ঘুমন্ত বাড়ির সদস্যদের ঘরের পিছনের বেড়া কেটে বের না করলে হয়ত খবর হৃদয় বিদারক হত। এ সংবাদ পেয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে সরেজমিনে দেখার জন্য। এ সংবাদ পেয়ে সকালে পোড়াদহ ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা পরিষদ’র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফাকুজ্জামান জনসহ নেতৃবৃন্দরা ছুটে আসেন। এবং সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন বলে বিশেষ সূত্রে জানিয়েছেন। মনে রাখবেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহনিভুতি কি , মানুষ পেতে পারে না ও বন্ধু। তাই এ এই পরিবারের জন্য সহযোগীতার প্রত্যয় এগিয়ে আসুন
« বিদ্যূতিক শর্ট সার্কিটে ৩টি পরিবারের বাড়ী ঘর পুড়ে ছারখার (পূর্বের খবর)












