প্রধান মেনু

এল ক্লাসিকোতে অনিশ্চিত রোনালদো

একদিন বাদে ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। তার আগে চোট শঙ্কায় কাঁপছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে যে অনিশ্চিত লস ব্লাঙ্কোসদের প্রধান ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোই। গত শনিবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গ্রেমিওর বিপক্ষে কাফ মাসলে চোট পান রোনালদো। পরে টানা তিনদিন দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি সিআর সেভেনকে। তাতে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো খবর দিতে শুরু করেছে, তবে কী এল ক্লাসিকোতে পাওয়া যাবে না  রোনালদোকে? তাদের আশ্বস্ত করতে বিবৃতি দিয়েছে রিয়াল। দলটির ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার বল ছাড়া একা একা অনুশীলন করেছেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদো নিজেও জানাচ্ছেন, এল ক্লাসিকোতে খেলবেন তিনি, ‘গ্রেমিওর বিপক্ষে একটা চোট পেয়েছিলাম। আমি আশাবাদী যে শনিবারের ম্যাচটা খেলতে পারব।’ লা লিগায় এই মূহুর্তে বার্সার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। এল ক্লাসিকোতে হারা মানে লা লিগার শিরোপা নিজ হাতে চিরপ্রতিদ্বন্ধসঢ়;দ্বীদের হাতে তুলে দেয়া। এমন সময়ে রোনালদোকে হারাদে হলে সেটি লস ব্লাঙ্কোসদের জন্য বড় ধাক্কাই হতে চলেছে।