প্রধান মেনু

উল্লাপাড়ায় ধান রোপনে ব্যাস্ত সময় পাড় করছেন  ধান চাষীরা।

মোঃ ময়নুল হোসাইন (উল্লাপাড়া) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ইরি বোরো চাষে দলবেঁধে মাঠে নেমেছে কৃষকরা। সেই সাথে দিন মজুর শ্রমিকরাও বসে না থেকে চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের প্রচন্ড শীত আর ঘন  কুয়াশার ফলে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। কিন্তুু যারা মাঠে সোনা ফলাবে তাদের যেন স্থবিরতা নেই। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করেই মাঠে নেমে পড়েছেন উল্লাপাড়ার কৃষকরা। শীত সব সময়ই যেন তাদের কাছে হার মানে। শুধু তাই নয়, ইরি-বোরো চারা রোপনে কৃষকের পাশাপাশি আদিবাসী কৃষাণীরাও মাঠে কাজ করছে।উপজেলার ১৪ ইউনিয়নেই  প্রায় এলাকায় ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ পুরোদমে শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সুত্রে এবারের মৌসুমে উল্লাপাড়ায় ২৯২৫০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষের সরকারি লক্ষমাত্রা ধরা হয়েছে।

এ সময় কৃষকেরা বলেন, ইরি-বোরো মৌসুমে সার, কীটনাশক, ন্যায্য মুল্য ও সেচ কাজের জন্য সঠিক ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে ইরি-বোরোতে বাম্পার ফলনের আশা করছেন তারা। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা  খিজির হোসেন বলেন,পুরো উপজেলায় ইরি বোরে চাষাবাদ শুরু হয়ে গেছে,আবহাওয়া অনুকুলে থাকলে গতবারের চেয়ে এ বছরে বাম্পার ফলন হবে বলে আশা করা যায়।