উলিপুরের এমপি এম,এ মতিনকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা
কুড়িগ্রাম প্রতিনিধি ঃ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে নির্বাচিত এমপি এম,এ মতিনকে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার রাতে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মিজানুর রহমান লিটনের নেতৃত্বে সাংবাদিকরা এমপি এম,এ মতিনের বাস ভবনে এ শুভেচ্ছা জানান। এসময় উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নুরবক্ত আলী, আব্দুর রহিম.জাহিদ আল হাসান,ফিরোজ কবির কাজল, এস টিভি বাংলা জেলা প্রতিনিধি আলমগীর হোসাইন, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি মাজারুল ইসলাম মিলনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এম,এ মতিন এমপি বলেন আমি উলিপুরের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে কাজ করে যেতে চাই। দীর্ঘদিনের বঞ্চনা পুরণে উলিপুরের মানুষের এমপি হিসেবে কাজ করতে চাই।