ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাইকগাছা শাখা ব্যাবস্থাপক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার সেকেন্ড অফিসার মোঃ আবু জাফর, সাতক্ষীরা শাখা কর্মকর্তা মোঃ আজমল হোসেন। বক্তব্য রাখেন, প্রভাষক শামীম আজাদ লিটু, প্রভাষক খালিদ হোসেন, প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামান, অশোক কুমার ঘোষ, মোরারী মোহন ঘোষ ও মোঃ সাইফুল্লাহ।
উল্লেখ্য, ভিডিও কনফরেন্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় ব্যবস্থাপক মাহবুব-ঊল-আলম ১০২টি উপ-শাখা ও ৪৩ টি এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনেরর পরে এ শাখার উদ্বোধন করেন।