আপীল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত দু’জন বিচারককে তাঁদের শপথ গ্রহণের তারিখ হতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
নিয়োগপ্রাপ্ত বিচারকগণ হলেন বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়।
« মহান মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অবদান বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে — যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী (পূর্বের খবর)