আটোয়ারীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৬ মে (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসালা অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় আটোয়ারী উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। কর্মশালায় উপজেলা পর্যায়ে ৩৯টি সূচকের মধ্যে ৩টি সূচক এবং উপজেলা পর্যায়ে ১টি স্থানীয় অগ্রাধিকার সূচক নির্ধারণ করা হয়।