প্রধান মেনু

আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবো  — শিল্প প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ ফাল্গুন (৩ মার্চ) : শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি ততদিন সরকারের জন্য, আমার নির্বাচনি এলাকার মানুষের জন্যে, দেশের মানুষের জন্য, সমাজের জন্য অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। এ জন্য আমি সকলের কাছে দোয়া চাই।

শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার তাঁর ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে আজ ঢাকায় মোহনা ভবনে কেক কাটা অনুষ্ঠানে এ সবকথা বলেন। এ সময় তাঁর একমাত্র ছেলে শাহেদ আহমেদ মজুমদার এবং তাঁর নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও কলাকুশলীগণ উপস্থিত ছিলেন ।

শিল্প মন্ত্রণালয় ও তাঁর অধীনস্থ দপ্তর ও সংস্থার এবং কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ এর গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিভিন্ন গণমাধ্যমসহ মোহনা টেলিভিশনের কলাকুশলীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।