প্রধান মেনু

আগ্নেয়াস্ত্র গুলি ও গাঁজা উদ্ধার গাংনীতে গুলাগুলিতে মাদক পাচারকারী নিহত

মজনুর রহমান আকাশ, গাংনীঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সিমান্তে মাদক ব্যবসায়ী দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক মাদক পাচারকারী গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড বন্দুকের কার্তুজ ও দুই কেজি গাঁজা।

নিহত মাদক পাচারকারীর নাম সাজু মিয়া (৪০)। সে এ উপজেলার কাজিপুর বর্ডারপাড়ার রজলুর রহমানের ছেলে। রোব্বার দিনগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গাংনী থানা পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, সাজু মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে গাংনী থানায় মাদকের কয়েকটি মামলা রয়েছে । কাজিপুর সিমান্ত এলাকার মুন্সিপাড়ার দিক থেকে গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ অজয় কুমার কুন্ডু ও এএসআই আহম্মদ আলীসহ পুলিশের একটি টীম।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক জনকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সকালে গাংনী থানায় গিয়ে মরদের পরিচয় সনাক্ত করে সাজুর পরিবারের সদস্যরা। সাজুর মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।