আওয়ামী লীগ নেতা বাতেন ভূঁইয়ার মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক প্রকাশ
নরসিংদী জেলার বেলাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বেলাবো উপজেলার আমলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাতেন ভূঁইয়ার (৯০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এক শোকবাণীতে শিল্পমন্ত্রী বলেন, বাতেন ভূঁইয়া ছিলেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার মাটি ও মানুষের এক অকৃত্রিম বন্ধু। তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে তিনি আজীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এ দক্ষ সংগঠকের মৃত্যুতে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ, নির্ভীক, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজকর্মীকে হারালো। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মরহুম বাতেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বাতেন ভূঁইয়া রবিবার রাত ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেলাবো উপজেলার তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।