আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির রিকশা ও ভ্যান বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির উদ্যোগে আজ সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন রাসেল স্কয়ারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ করা হয়।
এ মাঙ্গলিক কর্মযজ্ঞের শুভ উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের গরীব অসহায় ও দূঃখী মানুষের জন্য সারা জীবন কাজ করে গেছেন। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশ্বের বুকে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেন, এদেশের মানুষের ভাগ্যে উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। ক্ষুধা মুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনা সরকারের সহযোগীতার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এম,পি।সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, বাহাউদ্দিন নাসিম, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদহস অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চলায়ন ছিলেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব শ্রী সুজিত রায় নন্দী। এছাড়াও উপ কমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, কামরুজ্জামান,হাসিবুল হাসান বিজনসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন ।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ ও উপকমিটির সভাপতি এএফএম ফখরুল ইসলাম মুন্সী। এছাড়াও অনুষ্ঠান শেষে প্রায় ত্রাণ কমিটির স্ব উদ্যোগে আরো একশত রিকশা ভ্যান প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে প্রেরণ করা হয়।