প্রধান মেনু

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গের অভিনন্দন

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী  টিপু মুনশি,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন,  রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ এক অভিনন্দন বার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজ জয় প্রমাণ করে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী ও পরিণত ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অবশিষ্ট দুই ম্যাচেও জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন।