অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের সকল কর্মচারীকে অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করার আহ্বান অর্থমন্ত্রীর

ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে): অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের সকল কর্মচারীকে অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম বর্ষপূর্তি ও তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।
মন্ত্রী গণতান্ত্রিক সমাজে সুশাসন নিশ্চিত করার জন্য শক্তিশালী ও সুসংহত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও লাখো শহিদের আত্মত্যাগের মাধ্যমে সদ্যস্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ১১ মে দেশের প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল নিয়োগপ্রাপ্ত হয়ে শপথ নেন।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন শুরু হয়। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে অডিট ভবনের এফ কে এম এ বাকী অডিটোরিয়ামে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ডাক বিভাগের বিশেষ স্মারক খাম এবং সিলমোহর অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১২ থেকে ১৪ মে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশেষ সেবা কার্যক্রমের আওতায় দৈনন্দিন রুটিন সেবা ছাড়াও অডিট অধিদপ্তরসমূহে অডিট বিষয়ক সেবা এবং দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে বেতন-ভাতা, পেনশন, জিপিএফ-সহ অন্যান্য বিশেষ সেবা প্রদান করা হবে।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার বক্তৃতা করেন।