দীর্ঘ এক মাসেরও বেশি বন্ধ ডুয়েট!!!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।গত ৩১ অক্টোবর রাতে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয় এবং ০১/১১/২০১৭ তারিখ হতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়।।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পহেলা নভেম্বর বিকাল ৩.৩০ টার মধ্যে ছাত্রদেরকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
এছাড়াও ছাত্রীদেরকে পরের দিন ২ নভেম্বর সকাল ৮ ঘটিকার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সাধারন ছাত্র ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে।এই বিষয়ে কথা হয় বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলমের সাথে,তিনি বলেন ঘটনা যাই ঘটুক এখন সমাধানই মুখ্য বিষয়।তিনি আরো বলেন শিক্ষক এবং শিক্ষার্থীকে এই মুহূর্তে নমনীয় হতে হবে, শিক্ষকমহদয়রা সকলের কল্যানে সঠিক সিদ্ধান্ত নিবেন এই আশাই তিনি ব্যক্ত করেন।
সাধারন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় এই পরিস্থিতিতে তারা অনেক উদ্বিগ্ন।এই বিষয়ে সুমন নামের একজন ছাত্র বলেন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং অস্থিতিশীল পরিস্থিতির জন্য অনেক অনুতপ্ত।বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা বিষয়টাতে অনেক বিরক্ত কেননা দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় তারা সেশন জটে পরে যাচ্ছে। তবে সকলের প্রত্যাশা দ্রুত ক্যাম্পাস খুলে দেয়া হবে।